এই ধারাবাহীকের ১১তম পর্বে আজ আমি বনসাই পাত্রের সূন্দর্য বৃদ্ধির বিষয় নিয়ে অালোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।বনসাই এর পাত্রকে নানা ভাবে ডেকোরেশন করা যায় যা বনসাই এর পাত্রের সূন্দর্য বাড়ানোর সাথে সাথে বনসাই কে একটি উপযুক্ত পরিবেশ দ্বান করে যার ফলে একটি বনসাই এর প্রকৃত সূন্দর্য ফুটে উঠে। সত্যিকার অর্থে বনসাই এর গোড়ায় এমন ডেকোরেশন না করা হলে প্রকৃত ভাবে একটা বনসাইকে বনসাই বলে মনেই হয় না। তাই বনসাইকে উপযুক্ত রূপ দিতে হলে এতে নিচের কোন না কোন ডেকোরেশন করা জরুরি।
একটি বনসাই এর গোড়ায় সাধারনত নানা স্টাইল করা হয়ে থাকে যেমন
- পাথরে লাগানো বনসাই
- পাথুরে ভূখন্ড,
- অথবা মসের কার্পেট।
নতুনদের জন্য আমি মসের কার্পেট কেই বেশি প্রধান্য দিব কারন এটি তৈরি করা অনেক সহজ ও সময় সাস্রয়ী। সেইসাথে এটি বনসাই পাত্রে একটি অন্যরকম সুন্দর্য এনে দেয়। আর মস মাটিকে আদ্র রেখে পানি ধারন করে। যা বনসাই এর জন্য বিশেষ উপযোগী। আর এর জন্য প্রয়োজনীয় সব উপাদান আপনি আপনার হাতের কাছেই পাবেন। আর যদি কিছু কিনতে হয় তো তার দাম ও আপনার সাধ্যর মধ্যে থাকবে। আমি চাইব আপনারা আপনাদের প্রয়োজনীয় উপাদান গুলো প্রকৃতি হতেই সংগ্রহ করে নিন। কারন এগুলো প্রকৃতিতেই পাবেন।
তাহলে চলুন দেখে নিই কিকি লাগবে মস কার্পেট তৈরি করতে।
১. পাত্র সহ বনসাই। (আশাকরি এটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে)
২. তাজা আথবা শুকনো মস। (তাজা মস আপনার বাসার আশে পাশে খুজলেই পাবেন। আর শুকনো মস আপনি চাইলে তাজা মস হতে নিজেই বানিয়ে নিতে পারেন। অথবা নার্সারিতেও কিনতে পাবেন।
৩. মাটি আলগা করার জন্য একটা ছোট্ট চিকন কাঠি।
৪. বোতল স্প্রে।
৫. মাটি হতে মস তোলার জন্য চাকু অথবা নিড়ানি।
৬. আপনার নিজের হাত।
কার্যপ্রনালীঃ
- প্রথমেই আপনার বনসাই এর গোড়ার মাটি গুলো কে কাঠি দিয়ে সামান্য আলগা করে নিন। এতে মাটি মস লাগানোর উপযোগী হবে।
- এরপর তাজা মস লাগাতে চাইলে আপনার বাসার আসপাশের কোন স্থান যেমন স্যসস্যাতে দেয়াল বা ভেজা মাটি হতে তা সামান্য মাটি সহ সাবধানে তুলে নিন। আপনি লাগানোর সুবিধার্তে ছোট ছোট ব্লক আকারে মস তুলে নিতে পারেন।
- সুকনো মস লাগাতে চাইলে তা নার্সারি হতে সংগ্রহ করুন। (আমি তাজা মস লাগানোর পক্ষপাতি) কারন এতে আপনার সময় ও টাকা দুই ই বাচবে।
- এবারে মস আপনার বনসাই পাত্রে লাগানোর পালা।
- প্রথমেই মসের নিচ হতে অতিরিক্ত মাটি চেসে ফেলে দিয়ে সামন্য মাটি অর্থাৎ যা মসকে ধরে রাখার জন্য প্রয়োজন সে পরিমান মাটি রাখুন।
- মসের ব্লকগুলো কে টবের মাটিতে হালকা ভাবে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিন যাতে তা নরতে বা সরতে না পারে।
- যে স্থানে মূল মাটির উপরে থাকবে সেখানে মূলের উপর মস লাগবেনে না কারন এতে অতিরিক্ত আদ্রতায় মূলে পচন ধরতে পারে। তাই মূলের জায়গা খালিই রাখুন।
- সমস্ত মস লাগানো হলে সব মস গুলোকে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে বসিয়ে দিন ও সমান করে দিন।
- এরপর পানি স্প্রে করে বনসসাইকে রোদ হতে দূরে রাখুন ২-৩ দিনের মাঝেই মস গুলো আপনার বনসাই পাত্রে ভালোভাবে লেগে যাবে।
- পুরু মসের স্তর তৈরি করতে চাইলে মসে নিয়মিত পানি স্প্রে করুন ও কয়েক দিন মোটা স্বচ্ছ পলিথিন দিয়ে মসগুলো ঢেকে রাখতে পারেন। তবে মাঝে পলিথিন সরিয়ে দেবেন।
Thanks!I've read all the threads..Fine!
ReplyDelete