এই ধারাবাহীকের ১১তম পর্বে আজ আমি বনসাই পাত্রের সূন্দর্য বৃদ্ধির বিষয় নিয়ে অালোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।বনসাই এর পাত্রকে নানা ভাবে ডেকোরেশন করা যায় যা বনসাই এর পাত্রের সূন্দর্য বাড়ানোর সাথে সাথে বনসাই কে একটি উপযুক্ত পরিবেশ দ্বান করে যার ফলে একটি বনসাই এর প্রকৃত সূন্দর্য ফুটে উঠে। সত্যিকার অর্থে বনসাই এর গোড়ায় এমন ডেকোরেশন না করা হলে প্রকৃত ভাবে একটা বনসাইকে বনসাই বলে মনেই হয় না। তাই বনসাইকে উপযুক্ত রূপ দিতে হলে এতে নিচের কোন না কোন ডেকোরেশন করা জরুরি।
Welcome To Bangladeshi First Bonsai Tutorial site.
Welcome To Bonsai Bangladesh Website. I provide you all tips and trips about Bonsai, From this site you will know how to make bonsai, How to make bonsai at home, which trees are best for bonsai, which elements are need for create bonsai, how to take care of bonsai, how to design and develop bonsai tree and main other things about bonsai. বনসাই বাংলাদেশ এর ওয়েবে আপনাকে স্বাগতম। বাংলাদেশের প্রথম পূর্নাঞ্জ এই সাইটি আপনাকে বনসাই তৈরিতে সব রকম সহায়তা প্রদান করবে ইনসা-আল্লাহ।
Friday, June 17, 2016
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-১১] :: সূন্দর্য ও উপযোগীতা বৃদ্ধিতে বনসাই পাত্রে মসের কার্পেট তৈরি করবেন যেভাবে
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-১০] :: বনসাই এর মূল পরিচর্যা, পানি, সার প্রয়োগ ও পতঙ্গ নিয়ন্ত্রন সম্পর্কে বিস্তারিত।
আজ এই ধারাবাহীকের ১০ম পর্বে বনসাই এর চারা রোপন এর পর বনসাই এর মূল পরিচর্যা, পানি, সার প্রয়োগ ও পতঙ্গ নিয়ন্ত্রন সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক...বনসাই এর মূল যত্নকে আমরা মুলত চারটি ভাগে ভাগ করে থাকি। মূলত সকল উদ্ভিদের ক্ষেত্রেই এই চারটি বিষয় গুরুত্বপূর্ন। তবুও যেহেতু বনসাইকে নিয়ন্ত্রিত উপায়ে লালন করা হয় তাই এক্ষেত্রে বিষয়গুলোর প্রতি একটু বেশি নজর দিতে হয়। বিষয় গুলো হল-
- বনসাই রাখার উপযুক্ত স্থান নির্বাচন।
- পানি প্রয়োগ।
- সার প্রয়োগ।
- ক্ষতিকর কিটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রন।
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৯] :: চারা রোপণ ও বনসাই এর প্রাথমিক পরিচর্যা।
আজ এই ধারাবাহীকের ৯ম পর্বে বনসাই এর চারা রোপন ও প্রাথমিক পরিচর্যা নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক...
চারা রোপন ও পরিচর্যা
গত
পর্বে চারা সংগ্রহের কথা বলেছিলাম ও চারাকে দ্রুত পাত্রে লাগাতে
বলেছিলাম। সাধারনত প্রথমবার পাত্রে চারা লাগানোর সময় মূলের বলের চেয়ে বেশি
চওড়া পাত্রে চারা লাগানো ভালো। লক্ষ রাখবেন চারাটি যেন বেশি বাতাস ও বেসি
সূর্যের আলোহতে দূরে থাকে। বর্তমানে বাংলাদেশে খুব গরম ও রোদ তাই চারাতে
যথাসম্ভব কম রোদ যুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। নয়তো চারা মরে যেতে
পারে। চারাতে এমন ভাবে পানি দিবেন যাতে টবের মাটি ভেজা থাকে কিন্তু
অতিরিক্ত পানিতে কাদার মত না হয়ে যায়। বর্তমানে খুব গরম তাই প্রতিদিন কয়েক
বার বোতল স্প্রে দিয়ে পাতা গুলো ভিজিয়ে দেবেন।তবে গরম কমে গেলে পাতায় পানি
দেবার দরকার নাই।
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৮] :: প্রাকৃতিক উদ্ভিদ দ্বারা বনসাই তৈরি ও চারা উত্তলন প্রক্রিয়া।
আজ এই ধারাবাহীকের ৮ম পর্বে আপনাদের দেখাব কি করে প্রাকৃতিক উদ্ভিদ দ্বারা বনসাই তৈরি ও চারা উত্তলন পকরা হয়। তাহলে চলুন শুরু করা যাক...
প্রাকৃতিক
পরিবেশে জন্মানো উদ্ভিদ হতেও ভালো মানের বনসাইতৈরি করা যায়। তবে েএ
প্রক্রিয়ায় সময় একটিু বেশি লাগে। আর এভাবে প্রাকৃতিক কোন গাছকে বনসাই
বানাতে আপনাকে যতেষ্ট সচেতন থাকতে হবে। আর হ্যা কারো ক্ষতি করে চারা সংগ্রহ
করবেন না। প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কষ্ট, সহিঞ্চু গাছ,
যাদের যথেষ্ট বয়স হয়েছে অথচ তেমন বাড় হয়নি, এমন ধরনের গাছ বনসাই করার জন্য
উপযুক্ত। এসব গাছ পোড়া অট্টালিকা, ভাঙ্গা প্রাচীর, পাথুরে জমি অথবা পাহাড়ী
এলাকায় পাহাড়ের খাদে জন্মে থাকে। এরা ঠিকমত খাদ্য আহরণ করতে না পারায়
কিছুটা বামনত্ব লাভ করে। সাধারনত এমন ধরনের গাছ বনসাই করার জন্য সবথেকে
বেশি ভালো হয়।
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৭] :: গ্রাফটিং এর মাধ্যমে বনসাই চারা উৎপাদন।
আজ এই ধারাবাহীকের ৭ম পর্বে আপনাদের দেখাব কি করে গ্রাফটিং এর মাধ্যমে বনসাই চারা উৎপাদন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক...গ্রাফটিং বীজ অথবা কাটিং হতে বনসাই তৈরি শুরু করা এবং পূর্বে থেকে জন্মানো উদ্ভিদ থেকে বনসাই তৈরি করা এ দুইয়ের মাঝে সংযোহ স্হাপন করে। গ্রাফটিং করা খুব কঠিন কাজ নয় তবে এতে দক্ষতার প্রয়োজন। আর এ দক্ষতা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে সহযেই অর্জন করা সম্ভব।
গ্রাফটিং এর জন্য উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করা যায়।
১) স্টক উদ্ভিদঃ যে উদ্ভিদের মূলতন্ত্র বা কান্ডের সাথে অন্য উদ্ভিদের জোড়া লাগানো হবে তাকে স্টক উদ্ভিদ বলে।
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৬] :: যেভাবে কাটিং হতে নতুন উদ্ভিদ তৈরি করবেন
আজ এই ধারাবাহীকের ৬ষ্ঠ পর্বে আপনাদের দেখাব কি করে কাটিং এর মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক...কাটিং এর জন্য প্রয়োজনীয় উপকরনঃ
১) প্রুনিং কাচি ( বা ধারালো ছুরি ও ব্যবহার করতে পারেন)
আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৫] :: বনসাই ট্রেনিং এর জন্য উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া
আজ এই ধারাবাহিকের ৫ম পর্বে আপনাদের সাথে বনসাই তৈরি করার জন্য কিভাবে উদ্ভিদ ইৎপাদন করবেন তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি....
১) নিজে বীজ হতে চারা উৎপাদন।
২) কাটিং বা কলম পদ্ধতিতে চাড়া উৎপাদন।
৩) নার্সারী বা অন্যকোন স্হান হতে সরাসরি চারা সংগ্রহ করা।
Subscribe to:
Posts (Atom)